Frequently Asked Questions
www.theparatext.in কি?
কন্টেন্ট কি নিয়মিত আপডেট করা হয়?
হ্যাঁ। নিয়মিত আপডেট করা হয়। নতুন নতুন লেখা পড়তে, সমাজ মাধ্যমে theparatext এর পেজ ফলো করুন।
এই প্ল্যাটফর্ম কি আমাদেরও লেখার সুযোগ করে দিতে পারে?
হ্যাঁ। আপনারাও লিখতে পারেন এই প্ল্যাটফর্মে। শুধু আপনার লেখাটি হতে হবে মৌলিক, সত্যনিষ্ঠ এবং নির্ভুল তথ্যপূর্ণ।
রেজিস্ট্রেশন এর প্রয়োজন রয়েছে?
ওয়েবসাইটের কন্টেন্ট দেখা ও পড়ার জন্য কোনও নিবন্ধনের প্রয়োজন নেই।
theparatext.in এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে তুলে ধরা হয় অনুসন্ধানী প্রতিবেদন এবং বিকল্প ভাবনা। বাংলা ভাষায় এই ধরণের বিকল্প ভাবনার প্ল্যাটফর্ম এর অস্তিত্ব অতি নগণ্য। এই ব্লগ সাইটে আপনি বিভিন্ন বিষয়ের বিশ্লেষণ যা পাঠকদের নতুনভাবে ভাবতে সহায়তা করবে।
আমাদের লেখা প্রতিবেদন কিভাবে পৌঁছবে আপনাদের কাছে?
লেখা পাঠানোর জন্য ইমেইল করতে পারেন। email id- theparatext@gmail.com