আমাদের সম্পর্কে কিছু কথা
আমরা বিশ্বাস করি সংবাদ শুধু ঘটনার বিবরণ নয়-সত্যের অনুসন্ধানও । www.theparatext.in এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে তুলে ধরা হয় অনুসন্ধানী প্রতিবেদন এবং বিকল্প ভাবনা। বাংলা ভাষায় এই ধরণের বিকল্প ভাবনার প্ল্যাটফর্ম এর অস্তিত্ব খড়ের গাদায় সূচ খোঁজার মতো। সেই অভাব দূর করতে আমাদের এই উদ্যোগ।
মূলধারার বাইরে গিয়ে আমরা খুঁজে দেখি সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও পরিবেশের অন্তরাত্মাকে। আমাদের লক্ষ্য- তথ্যের ভেতর লুকিয়ে থাকা বাস্তবতাকে সামনে আনা, এমন কন্ঠস্বরকে তুলে ধরা যেগুলো প্রায়ই উপেক্ষিত হয়।
আমাদের প্রতিটি প্রতিবেদন রচিত হয় গভীর অনুসন্ধান, বিশ্লেষণ ও যাচাই প্রক্রিয়ার মধ্যদিয়ে। theparatext সেই সাহসী পাঠকদের জন্য, যারা শুধু জানতে নয়, বুঝতেও চায়।
আমাদের উদ্দেশ্য
গভীর গবেষণা, সৃজনশীল চিন্তা ও বিকল্প দৃষ্টিভঙ্গির মাধ্যমে রাজনীতি, সমাজ, পরিবেশ, শিল্প ও সিনেমাকে নতুনভাবে ভাবার এবং দেখার এক মঞ্চ তৈরি করা। আমাদের উদ্দেশ্য- তথ্যের গণ্ডি ছাড়িয়ে এমন কিছু পরিবেশন করা যা চিন্তাকে উদ্দীপিত করবে, আলোচনার জন্ম দেবে, এবং পাঠকের মধ্যে সচেতনতার সঞ্চার ঘটাবে।
আমাদের লক্ষ্য
বাংলা ভাষায় এমন একটি নিরপেক্ষ, সৃজনশীল ও মানবিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া- যেখানে প্রতিফলিত হবে সমাজ, সংস্কৃতি ও সময়ের বহুমাত্রিক সত্য। আমরা এমন এক পাঠকসমাজ গড়ে তুলতে চাই যারা প্রশ্ন করতে জানবে, ভাবতে ভালবাসে, আর সত্যকে নতুনভাবে আবিষ্কার করে।
Our team
নিতীশ কুমার মণ্ডল
Founder/Editor

